আমার প্রিয় সব শোক
আমার প্রিয় সব শোক
আমার প্রিয় সব শোক
অনেক দিন পরে জীবনের প্রিয় মুহূর্তে ভেসে যাওয়া পাড় খোঁজা
অবসর শেষে----
অনেক দিন পরে হেঁটেছি আমি সবুজ ঘাসের পরে ,
সর্ষে ক্ষেতের পাশে সবুজ ধানের বাতাসের কাঁপা ঢেউ
সমুদ্র দেখিনি তখনও তবুও সে সমুদ্রের ঢেউ খেলে
সোদা মাটির গন্ধ নাকে,
মন জলীয় তাপে এক -- কাব্য লেখা হয় ,
কবির গল্পের মতো সুন্দর ।
কৃষকের জীবনে কোন হিংস্রতা নেই,
হেসে ওঠা গান আছে শুধু,
জল,মাটি কথা বলে --
এ ভাবে জীবনের অনবদ্য পূর্বপুরুষের সাথে হেসে উঠি আমি ,
ক্লান্ত ,অবসন্ন বিকালে বুঝেছি
সুখ তো পরিশ্রমের মধ্যেই ,
আলস্য সুখ নয়
ফাঁস ও ফাঁকি, বিষের মতো জীর্ণশীর্ণ পুড়িয়ে দেয় শরীর ও মন।
হেঁটেছি বুকের মধ্যে ভালোবাসা নিয়ে , যে জীবন ছোট ছোট
ফুলের কথা, ছোট ছোট বুকের ভেতর ঢুকে বাসা , এই আশা ,
কত সহজ হয়ে কোন বিদ্বেষ না রেখে, অভিমানী মন কথা বলে --
কোন হিসাব মেলাতে না চেয়ে,
এরা আমার প্রিয় , এরা তো কম দামে বিকিয়ে যেতে পারে না।
পেয়েছি এই একক জীবনে, পরিচয় ও চেনার গভীরতা নাড়িতে, দারিদ্র্য ও অভাব ও অসুখে, এক উঠানে ,বারান্দায় --
অনেক দিন পর মৃত্যুর সিঁড়ি বেয়ে আকাশে উঠি , মাটিতে ঘাসের পাশে দাঁড়িয়ে ফসলের মাঠে নেমে
গন্ধ পাই, পিতা তুমি হাল ধরে আছো , পিতা তুমি আমার মধ্যে আছো, পিতা থেকে যাবে , পৃথিবীর কক্ষচ্যুতি হলেও তবু
আকাশের মধ্যে আরেক আকাশ গঙ্গায় ভেসে যাবো।।
এইখানে ছিলাম এইখানে থাকবো।
থাকবে সত্যবন্ধ বেদনার রঙে আগুন গোলাপ জল।অনেক কিছু দেবার কথা ছিল,
অনেক কিছু করার কথা ছিল,
সব মিলিয়ে একটা গোটা ভালোবাসা দেবার আকাঙ্ক্ষা ছিল।
দূর দূর এই সমাজ, এই দেশ ,এই আইন মানসবিকলাঙ্গ জন্ম দিতে থাকে, এদের হাতের মুঠোয় বন্দী
এদের বিরুদ্ধে মামলা নেই, আইন নেই, নিয়ম নেই --
একদিন মেরে ফেলে বাতাসে ,
আগুন জ্বলে যদিও তথাপি আজ ভালোবাসার আলপথে হাঁটি।
এখানে আমার বাবার শেষ কথা শুনেছি নিখোঁজ হবার আগে এই দেশের মোড়লদের কাশির হাঁফ ও খিঁচুনি গিলে ফেলার আগে।
