আমার মন মানে না
আমার মন মানে না
আমার মন মানে না
ওগো সজনী, আমার মন মানেনা
তোমায় ছেড়ে যেতে
ভাবি একা একা আনমনে
আজি এ নিশুতি রাতে
বিরহ ব্যথা কহিবো আড়ালে
তোমারি সাথে নিভৃতে বসে
প্রেম গোলাপের পাপড়ি মেলে
রাগ অনুরাগের সুতোয় গেঁথে
মোর পরানের প্রদীপ জ্বেলে
গগন কহিবে আর দেরী নয়
শিউলি হয়ে ফুটুক হাসি
শ্রাবন ধারায় পড়ুক ঝরে
শুস্ক হৃদয় মরুভূমিতে
তাইতো জেগে উৎকণ্ঠায় মিশে
তব মুরতি বক্ষে ধরে
স্বপ্ন ভাসে মন যমুনায়
স্মৃতি পাখি আসে আর যায়
কহে যায় বারেবারে
বাঁধছি বাসা থাকতে সদা
হৃদয়েরই কন্দরে

