STORYMIRROR

Nandita Pal

Tragedy Inspirational

3  

Nandita Pal

Tragedy Inspirational

আমার মায়ের দেশ

আমার মায়ের দেশ

1 min
178

আমার মায়ের দেশের নাম বদলে গিয়েছিল,

ভিটে ছাড়তে হয়েছিল রাতারাতি এক কাপড়ে;

যে বন্ধুদের সাথে বিকেলেও খেলা করেছিল,

জানতেও পারেনি তারা রাতে সীমানা পারের।


ভীষণ বৃষ্টিতে জমিতে পাট ডুবে ছিল,

জড়িয়ে ছিল নিজের অধিকারের শর্ত,

পান কৌড়ি মন ডুব দেয় মার আজও

লেবুর গন্ধে ফেলে আসা স্মৃতিতে মত্ত।


নদীতে অনেক কথা, অনেক অভিমান,

ভাগাভাগির স্বাধীনতায় মায়ের ছোটবেলা,

সব হারাদের নতুন করে ঘর গড়া যে-

সেসব কথা জড়িয়ে ধরে আমার মেয়েবেলা।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy