STORYMIRROR

Nabanita Patra

Inspirational

3  

Nabanita Patra

Inspirational

আমার মা

আমার মা

1 min
201

মা শোন তোমায় বলি একটা কথা,

আমার হৃদয়ে আছে তোমার জন্য অন্তহীন ভালোবাসা।


কি করে বোঝাবো মাগো তোমায় কত ভালোবাসি,

তুমিও কি কখনো শুনতে পাওনি আমার হৃদয়ের বাঁশি।


তোমার কোলেতে আমি শান্তি মাগো পাই,

তাইতো রাখি মাথা যখনই দুঃখ পাই।


শত শত আঘাতে ভরা আমার হৃদয় খানি,

সেই আঘাতের মলম মাগো তোমার আদরখানি।


ভালোবেসে মাথায় যখন হাতটি তুমি বোলাও,

সব দুঃখ ভুলে গিয়ে হাসতে তুমি শেখাও।


আজও মনে পরে মাগো পুরানো সেই দিনগুলো,

রাত জেগে পড়তাম আমি যখন স্কুলফাইনাল দেবো।


তুমিও জাগতে মাগো আমার সাথে,

বসতে পাশে বন্ধু হয়ে আমার ঘুম ভাগাতে।


এই ভাবেই কেটে গেলো কতটা সময়,

বাঁধলে তুমি আমায় তোমার ভালোবাসায়।


আজও তুমি আছ পাশে আমার বন্ধু হয়ে,

যখনই আমি হাতটি বাড়াই 'মা' বলে ডেকে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational