STORYMIRROR

Nabanita Patra

Tragedy

3  

Nabanita Patra

Tragedy

আমার জগৎ

আমার জগৎ

1 min
184

পরম সুখের ছিলাম অভিলাষী,

কিন্তু দুঃখ পেলাম রাশি রাশি।


শান্তির সন্ধান করেছি চিরদিন,

কিন্তু সংগ্রামে ঘিরেছে আমায় দিন-প্রতিদিন। 


আমার ইচ্ছে শুধু আশার আলো দেখা,

কিন্তু রাত্রির অন্ধকারের মত ঘিরেছে আমায় নির্বুদ্ধিতা।


চেয়েছি শুধু একটু আনন্দকে উপলব্ধি করতে,

কিন্তু হয়েছে শুধু কঠিন পরিশ্রমকে সহ্য করতে।


ইচ্ছে ছিল ভালবাসাকে অনুভব করি,

কিন্তু মিথ্যে প্রেম চারপাশে করছে ঘোরাঘুরি।


স্বপ্ন দেখেছি আমি মুক্ত জীবনের,

কিন্তু আসক্তি আমায় বেঁধেছে বন্ধনে।


আশা করেছি শুধু সমতার,

কিন্তু মানুষ দিয়েছে আমায় বৈষম্যতা।


পরিপূর্ণতাই ছিল আমার জীবনের নিদর্শন,

কিন্তু ভয় আমার ক্ষমতাকে করেছে দমন।


হয়তো কোনদিন আমার ইচ্ছেগুলো নেবে বাস্তবতার রূপ,

কিন্তু এখন আমার জীবন সব সুখ থেকে বিরূপ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy