STORYMIRROR

Nabanita Patra

Fantasy Others

3  

Nabanita Patra

Fantasy Others

আমার ভাবনা.......

আমার ভাবনা.......

1 min
238

নইকো আমি কবি, নইকো আমি লেখিকা,

আমি হলাম নিজের ভাব প্রকাশের রচয়িতা।

ছন্দে ছন্দে মিলে কখন হয়ে যায় তারা কবিতা।


ভালো, মন্দ কত রকম ভাবনা আসে মনে,

সবাই বলে আমি আসবো কেউ থাকবেনা পিছে।


ভাবনা গুলো মনের মধ্যে করে খেলাধূলো,

মন বলে ধরো ওদের কান দুটোকে মলো।


এর পিছনে, ওর পিছনে দৌড়ে আমি মরি,

ওদের কারবার দেখে আমি ভীষণ মেজাজ ধরি।


বলি আমি থামো এবার বন্ধ কর বেয়াদপি,

ভালই বুঝি আমি তোমাদের সব কারচুপি।


শান্ত হয়ে তোমরা এবার একসারিতে দাঁড়াও,

একে একে আনব তোমাদের দেখি কোথায় পালাও।


ভাল মন্দ সবাই থাকবে, কেউ যাবেনা বাদ,

সবাই হবে লেখার সাথী এইত আমার সাধ।


রংবেরং-এর ভাবনা দিয়ে নতুন ছবি আঁকবো,

সব শেষে তাদের নিয়ে কবিতার জাল বুনবো।


ভেবে ভেবে এই ভাবে দিন যাবে কেটে,

জীবনের আলো নিভে যাবে রাত্রি আসবে নেমে।


এই ভাবেই শেষ হবে সব ভাবনার খেলা,

মনের মধ্যে অবিরাম তাদের আসা যাওয়া।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy