আমার বধুয়া তুমি
আমার বধুয়া তুমি


তোমার প্রতীক্ষা নিয়ে যে আমি প্রবর,
কল্পনায় কত আর যায় বাধা ঘর,
আষাঢ় শ্রাবণ গেল বিরহে বিফল,
তবু আমি অনিন্দিতা থেকেছি উচ্ছল!
অবশেষে প্রতীক্ষার হলো অবসান,
বাজলো কণ্ঠে তোমার প্রেম জয়গান ----
বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে আতি শান্ত ধরা,
তৃষিত হৃদয় হতে দূর হলো খরা।
দ্রাক্ষা আর লতাগুল্ম হিজল বকুল,
ঝরে পড়ে আঙিনায় বসন্তের ফুল,
উচ্ছ্বাসে উদ্দেল আমি শঙ্কাহীন,
অবশেষে প্রতীক্ষার শেষ হলো দিন।
প্রেমের এ মালা খানি নাও উপহার,
আমার বধুয়া তুমি শুধুই আমার।