আমার আমি হারিয়ে গেছে
আমার আমি হারিয়ে গেছে
আমার আমি হারিয়ে গেছে
তোমায় ভেবে ভেবে
তাইতো আমায় খুঁজে বেড়াই
সবার হৃদয় মাঝে
ওগো মোর পরানের পথিক তুমি
কেন চলে যাও দূরে
নিভৃতে একাকী ছেড়ে
গগনপানে ধেয়ে
সুদূরপ্রসারী রাজ্য তোমার
পৃথিবীটা পিপিলাকা
অস্তিত্ব মোর কোন আঙিনায়
খুঁজে মরি আমি বোকা
অনন্ত গগনে পাইনাকো খুঁজে
কোন কোণে মোর বাসা
চিনিনা আপন কে আমার পর
জানিনাকো পথ বুঝিনাকো ভাষা
প্রাণ কেঁদে মরে পারেনা বুঝিতে
মনে মিলনের নেশা
জন্মে জন্মে মিটেনা পিপাসা
করি শুধু আসা যাওয়া
আজি এ সায়ংকালে
পেয়েছি তোমায় কাছে
আমার অমিকে খুঁজে
