আমাদের স্টোরি মিরর
আমাদের স্টোরি মিরর
চল চল লিখি মোরা স্টোরি মিরারে
জগৎজোড়া প্লাটফর্মে হানা দেবরে
কত লেখক কত সম্পাদক কত অভিলাষ
কি সুন্দর ভাবে ভরা গো এর পরিবেশ
হাজার হাজার পাঠক যে দেয় প্রেরণা
তাইতো মোরা লেখার জন্য হই উন্মনা
লিখতে বসলেই মনে পড়ে স্টোরি মিরর
বেড়েছে চলুক এর লেখক আর রিডার ।।
