STORYMIRROR

Nabanita Patra

Inspirational Others

3  

Nabanita Patra

Inspirational Others

আমাদের শৈশব

আমাদের শৈশব

1 min
346

সুললিত, রৌদ্রোজ্জ্বল আমাদের শৈশবকাল,

চিন্তাহীন, উদাসীনতার বায়ু দিয়ে ভরা।


যেন একটা হরিত, অকর্ষণ অরণ্যভূমি,

যে শুধু চায় যত্ন ও ভালোবাসার ছোঁয়া।


চারিপাশে শুধু বসন্তের আগমন,

আনন্দিত শিশুমন করে দ্রুত গতিতে বিচরণ।


জিজ্ঞাসু মন করে তোলে সবাইকে বিভ্রান্ত,

পরিবর্তে সবাইকে সে শেখায় অবিশ্রান্ত।


শৈশব নেচে বেড়ায় হৃদয় স্পন্দনের ছন্দে,

পুলকিত হয় চিত্ত মায়ের গায়ের গন্ধে।


উম্মুক্ত মন ভেসে বেড়ায় নীল দিগন্তে,

ভেদা-ভেদ ভুলে চায় সে সবাইকে ভালোবাসতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational