আহ্বান
আহ্বান
ঐ জিভ কেটে দেওয়া মেয়েটার
বোবা আর্তনাদে
কবির কলমের ঘুম ভাঙ্গুক,
ওর কাতরানো যন্ত্রণায়
কবির কলম
রক্তাক্ত এক ইতিহাস লেখুক!
ঝরুক রক্ত কবির কলম থেকে
যতদিন না এ দেশ....
এ সমাজ
ভেতর থেকে নগ্ন উন্মত্ত
চরিত্র করে দেয় না বিলুপ্ত
যতদিন না সম্মান স্নেহ
ভালোবাসা বোধ মায়া মমত্ব
এই ধরার মাঝে বাস্তবে
হয় না জাগ্রত।
কাঁদুক কবির কলম
যতদিন ওই মেয়েটির
মেরুদণ্ড ভেঙে দেওয়া
হীন বিকৃত মস্তিষ্কের
নর্দমার কীট গুলোর
মেরুদন্ডী প্রাণীতে হয়না পরিণত।
কবির কলমে ভাসুক
দীর্ঘশ্বাস বাতাসে
যতদিন না ওই নির্যাতিতার
লাশ পোড়া গন্ধ
আসছে নাকে
ভাসছে বাতাসে।
কবির কলমের উঠুক স্লোগান
যতদিন দেশের বিচার ব্যবস্থা
হয় না স্থায়ী দৃষ্টান্তমূলক শাস্তি
হাতেনাতে ওই মেয়েটির পক্ষে।
কবির কলমে হোক
ঝংকৃত সেই বানী
যতদিন বাজে মর্মপীড়া
সকল মা বোনের
গহীন অন্তরালে
যতদিন তারা না বলে
হ্যাঁ, আমি ভালো আছি
আমি আজ নির্ভয়
আমি আজ স্বাধীন
আছি আমি স্বচ্ছ নির্মল পরিবেশে
আমি আছি আমার ভালোবাসার
ভরসার বিশ্বাসের ভারতবর্ষে।
