আগন্তুক
আগন্তুক


পরিচয় গোপন করে এসেছিলে চৌকাঠের সম্মুখে,
পর্ণমোচীর পাতায় রেখেছিলে নিজেকে অন্তরালে।
অপরিচিতের অভিনয়ে আড়চোখে পরিবারকে পুনরায় যাচাই,
ফেলে আসা আপনজনদের ফিরে দেখা,
কেমন আছে সবাই তুমি ছাড়া!
দীর্ঘকালীন অভ্যেসে তুমিই তো ছিলে গন্ধহীন রঙমহল!
মুক্তির নির্মলতায় হয়তো ফিরেছে সবুজায়ন,
শিশির ভেজা ঘাসে আবারও প্রাণচাঞ্চল্যের দীর্ঘসূত্রতা।
বশংবদ পাঠক্রমে মানিয়ে নেওয়া অসম্ভব ছিল।
ছিন্নমূল বহমান সম্পর্ক; এগিয়ে চলা সম্পর্কহীন হ'য়ে -
আজ আবার আগন্তুক সেজে অভিন্ন সম্পর্কের দোরগোড়ায়।