আছি বেশ
আছি বেশ




দিগন্তে সুর আশাবরী নব আলোক শিখা,
আমাদের সকল বীণা বাজে বিভোর।
চলতি পথে ঘুরছে চাকা সময় নিলয়ে,
জেগে উঠে রাতের বুকে আনন্দ লহরী।
আসে সময় নতুন ফেরিওয়ালা,
পণ্য কত নব্য সম্ভারে।
প্রাণ মুকুলে বেড়ে উঠে দুঃখ খুশি আনন্দ যন্ত্রণা,
জীবন সাজাই রঙ গুটিতে ভুল ঠিক গন্ডগোলে।
উড়ছে সময় আকাশ মন,
অস্থিরতার মশাল জ্বেলে।
গুটি কতক জড়িয়ে মন করছি বাস,
ভালবাসার চিলে কোঠায়।
কেমন আছি জানতে চাইলে,
জবাব তার মন্দ নয়-
লড়ছি সবাই মিলেমিশে আছি বেশ,
এই ত বেশ।