এমনি বরষা ছিল সেদিন
এমনি বরষা ছিল সেদিন
সেদিন রেনিডে। স্কুল ফেরার পথে ছাতার আড়াল সরিয়ে প্রথম দেখা।
এরপর স্কুল ছুটির পর একজোড়া ভীরু চোখ রোজ অপেক্ষা করতো দোতলায়।নাতনিকে স্কুল থেকে নিয়ে ফেরার সময়,খবরের কাগজের আড়ালে চোখ দুটো আজও....
কদিন হলো বারান্দাটা ফাঁকা !!!
মুষলধারে বৃষ্টি,আজ রেনিডে। ফিরছি নাতনিকে নিয়ে।শববাহী গাড়িটা দাঁড়িয়ে বারান্দার নীচে।একটু এগিয়ে গিয়ে ছাতার আড়াল সরাতেই চোখে পড়ল ফুল-চন্দনে সাজানো মুখটা......