Banabithi Patra

Drama

2  

Banabithi Patra

Drama

বন্ধন

বন্ধন

1 min
1.5K


দুদিনের জন্য মন্দারমণি বেড়াতে এসেও যেন শান্তি নেই । গত রাতেও মা আর বাপীর মধ্যে আবার চরম ঝগড়া হয়েছে । বিছানায় জোর করে চোখ বুজে ঘুমের ভান করে শুয়ে ছিল বুম্বা । ফিরে গিয়েই ডিভোর্স ফাইল করবে, আর কোনমতেই একসাথে থাকা নাকি সম্ভব নয়!!!!

রুদ্রনীলের বাবা-মায়েরও ডিভোর্স হয়ে গেছে । তারা নাকি নতুন সংসার করেছে , তাই রুদ্রনীলকে হোস্টেলে থাকতে হয় । তবে কি এবার বুম্বাকেও.......


সূর্যোদয় দেখে সি-বীচে বসে বাপী আর মা চা খাচ্ছে । দুজনেই যেন একটু বেশী চুপচাপ । বুম্বা চায়নি বাপী নিজেই বেলুন তিনটে কিনে দিয়েছে ।

সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছে বুম্বা । ঐ দূরে দেখা যাচ্ছে বাপী আর মা কে । সমুদ্রের হাওয়ায় সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে । সুতোয় বাধা বেলুন তিনটে ঝটপট করছে হাতের বাঁধন ছেড়ে উড়ে যাওয়ার জন্য । একবার ছেড়ে দিলেই যেন বেলুন তিনটে উড়ে যাবে তিনদিকে ।

বেলুনের সুতোটাকে আর শক্ত করে ধরে রাখে বুম্বা ।

মা আর বাপীকেও যদি নিজের কাছে এভাবে ধরে রাখতে পারতো সারাজীবনের জন্য !!!!


Rate this content
Log in

Similar bengali story from Drama