অভিনয়
অভিনয়
জীবন মঞ্চে অভিনয় করি
আমরা যে অভিনেতা,
দুঃখ, কষ্ট মুখ বুজে সই,
হৃদয়ে পাথর পাতা।
মিথ্যে চরিত্রের ভেক নিয়ে মুখে
হাসিটুকু ধরে রাখি,
নিজের জীবনের খাঁচাটি শূন্য,
উড়ে গেছে সুখ পাখি।
মনের ভেতরে আগুন জ্বালা,
দগ্ধ্যিত অন্তর;
মুখের নকল রঙটা ফোটায়
চরিত্র নিরন্তর।
বিদ্রোহ করি, নটের মুখেতে
প্রতিবাদের ভাষা;
মঞ্চ থেকে নেমে গেলেই
হারায় প্রত্যাশা।
হাততালি পাই, সম্মান কত
গর্বিত অভিনয়ে;
জীবন যুদ্ধে ব্যর্থতার বাণী
বইবে না চোখ বেয়ে।
তোমাদেরও জীবন মাঝে
দুঃখ আছে ভরে,
হতাশা আর দুর্দশায় ভরা
সংসার খেলাঘরে।
চেষ্টা করি কষ্ট ভোলাতে,
চেষ্টা করি ভোলার;
সং সেজে তাই তোমায় হাসাই
প্রচেষ্টা প্রতিকার।
বেদনা কাতর মনটাকে তুমি
সদা হাসিময় রাখো,
প্রার্থনা মোরা অভিনয়ে করি,
তোমরা ভালো থেকো।
