STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Inspirational Others

শ্রেষ্ঠ বীর

শ্রেষ্ঠ বীর

1 min
164

শিক্ষক একজন সৎ ও ন্যায়ের পথের নির্ভীক যাত্রী,

তাঁর আদৰ্শ অনুসরণ করে, সকল ছাত্র-ছাত্রী।

যে কোন শিশুর শিক্ষা হয় জন্ম হতে শুরু,

শিক্ষকই হলেন জ্ঞান বিতরনের প্রধান গুরু।


জাতির জন্য কল্যাণকর আদর্শবান শিক্ষক,

শিক্ষকই তো আদর্শ ও নৈতিকতার রক্ষক।

শিক্ষকরা জীবনের আদর্শ ও নৈতিক শিক্ষায় রত,

শ্রদ্ধা জানাই বিশ্ববাসী শিক্ষক আছেন যত।


শিক্ষক সর্বদা ব্যস্ত থাকেন জ্ঞান বিজ্ঞানের চাষে,

শিক্ষকগনকে সম্মান দিলে সফলতা আসে।

সমাজ ও সময়ের সাথে বদলে গেছে শিক্ষা,

নতুন জ্ঞান অর্জন কর, এই হোক মোদের দীক্ষা।


শিক্ষক হয়ে গড়তে চাই সমৃদ্ধশালী জাতি,

মহান পেশা শিক্ষকতা ঐ আঁধার পথের বাতি।

রক্ষক যখন ভক্ষক হয়, অমর্যাদার শুরু,

শিক্ষার আলো ছড়ান ওরা , জাতি গড়ার গুরু।


বঞ্চনা ও বৈষম্যে নিমজ্জিত শিক্ষক শতশত,

দেখি সমাজ বঞ্চিত করতে পারে কতো।

অর্থ নেই সম্পদ নেই, নেই বসত ভিটা নীড়,

 তবু শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার,অপরাজেয় বীর।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational