সম্পর্ক
সম্পর্ক
লতায়পাতায় ছড়িয়ে থাকা শিকড় কথা বলে,
সুখ, দুঃখের গাঁথুনি, কাঁদুনির নানান্ ছলে,
অবসরের নাড়াঘাঁটায় চিত্রবিচিত্র রঙ পায়,
কোনোটা বা ধুলিধূসরতায় বিবর্ণ হয়ে যায়,
দূরের মলিন ছায়া গাঢ়তর হয়ে আসে মূর্তি,
আপনার হতে চেয়ে জানায় আপনার আর্তি,
কোথাও জমে পুঞ্জীভূত মেঘ আসন্ন সন্ধ্যায়,
ঝরঝর বৃষ্টিতে কান্না কান্না আবেগ জানায়,
গ্রন্থির টান শিথিল হয়, জীবনকে আঁকড়ে ধরা
ধ্বনিরা প্রতিধ্বনি হয়ে ফিরে এসে দেয় সাড়া,
কাব্য কথা মনে হলেও কঠিন সে বাস্তবতায় অশ্রু ঝরে,
অনন্ত চাওয়াপাওয়ার বিমূর্ততায়,
এগিয়ে যাওয়া সময়ের হিসেবের করা দাবীতে,
নিয়ত আবেগের পথচলা ধরা পড়ে আর্শিতে।
দূরে সরে যায় গ্রন্থির বন্ধন আলগা দেখনদারি,
বর্ণ হারায়, মিলনদিনের সুখের গান যায় ছাড়ি।
