STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

3  

Priyanka Bhuiya

Classics

মরুবিলাস

মরুবিলাস

1 min
314

প্রতিশ্রুতিরা বড়ই ঠুনকো আজ,

চেনা মুখ যে অচেনা দিনে-রাতে!

অস্তিত্ব রক্ষার ফাঁকা আওয়াজ,

বদলে যাওয়ার তীব্র অজুহাতে।


দিশেহারা পৃথিবী হচ্ছে নিঃশেষ,

বুভুক্ষু জগতে শুধুই বিভীষিকা;

একলা মরুভূমি ছিলই তো বেশ,

দহনতৃষ্ণা ধরালে কেন মরীচিকা!


নিজের সাথে যুদ্ধ কেবল, দিনশেষে তো সর্বহারা,

ভেতর ভেতর নিঃস্ব সবাই, সবাই আমরা ছন্নছাড়া।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics