STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

নবান্ন

নবান্ন

1 min
444

Nov.-3  Festival    Team A

নবান্ন

মানিক চন্দ্র গোস্বামী


কুয়াশা মাখা রূপালী আলোক পরশ,

পূর্ণিমার জ্যোৎস্নাধারায় উৎসবের আনন্দ,

নির্মল দীপ্তি ছোঁয়ায় আঁধার অবশ,

বাংলার হৃদয়ে ভাসে মিলনের ছন্দ।

 

গোলাভরা ধানে প্রশান্তির ঘ্রান,

রাতের বাতাসে মাদলের কলরব,

খুশির স্পন্দনে উথলিছে প্রাণ,

সোনালী ধানের শীষে নবান্ন উৎসব।

 

ঘাম ঝরানো পরিশ্রমের ফসল এনেছে আশা,

অসুস্থ পৃথিবীতে খুশির ঝর্ণাধারা,

উৎসুক চিত্ত ভাবে পাল্টে যাবে পাশা,

সচ্ছ্বলতার আবেশে মুগ্ধ চিন্তাধারা।


একটুখানি খুশির মাঝে নবীন উদ্যম,

সারা বছরের সঞ্চয়ে মনের মাঝে বল,

এই ভুবনে ব্যর্থ হবে না নিষ্ঠা, পরিশ্রম,

নবান্নের উৎসবে সদা বাড়ুক কোলাহল।


Rate this content
Log in

Similar bengali poem from Classics