Mukulika Das

Classics

3  

Mukulika Das

Classics

#টেডি

#টেডি

1 min
319


- এই দিদি

 - হুম

 - এই দিদি

 - হুমমম..

 - এই দিদিইইইইইইই..

 - উফ,মহা জ্বালা তো! কি হয়েছে বলবি তো!

 - তুই কাল সত্যি চলে যাবি?

 বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো জয়ার।হাতে মেহেন্দির উজ্জ্বল রংটাও কেমন ফিকে লাগে। কাল এই হাতে দধিমঙ্গলের পর শাখা-পলা উঠবে।

 - দিদি, একটা জিনিস দেবো নিবি?

 - কি রে?

 পিউ নিজের আলমারি খুলে ওর প্রিয় টেডিটা বের করে।

 - দিদি, এটা তুই রাখ। আমি জানি এটা তোর খুব পছন্দের৷ তুই না বলিস, আমায় না জড়িয়ে ঘুম আসেনা তোর। টেডিটাকে জড়িয়ে ধরিস, মনে হবে যেন আমাকেই জড়িয়ে আছিস।

 - না পিউ, এটা তোর।

 - সেই জন্যই তো দিলাম। মনে আছে, এই টেডি নিয়ে কি ঝগড়াটাই না করতাম ছোটবেলায়। শেষে আমিই দখল করলাম, আজ ভেবে খারাপ লাগছে।

 - পিউ!

 জয়া পিউকে ধরে কাঁদতে থাকে। পিউ তাকিয়ে থাকে পাশের বালিশটায়, কাল থেকে ওই জায়গাটা যে ফাঁকা হয়ে যাবে!


Rate this content
Log in

Similar bengali story from Classics