চিঠি
চিঠি


প্রিয় বুবাই,
তুই তো এখন পড়তেই পারিস। তোকে এতোদিন ধরে নিউজপেপার ধরিয়ে ধরিয়ে যে পড়াতাম!
আমার এই চিঠিটাও তেমনি বানান করে পড়বি তো ভাই?
রাত বারোটা বেজে পার, আজ তোর ছয় বছর হবে।তুই এবার যে হলুদ রঙের রিমোট কন্ট্রোল কারটা চেয়েছিলি, বাবা সেটাই কিনে এনেছে। আরও এনেছে নীল রঙের জিন্স আর সাদা রঙের টি-শার্ট । তুই কি দেখতে পাচ্ছিস বুবাই, কেমন করে সাজিয়ে রেখেছি সব তোর বালিশের পাশে?
মা ভালো নেই জানিস, খালি তোকে খোঁজে!
আমারো আর কথা বলতে ভালোলাগেনা, কেউ নেই যার সাথে ঝগড়া করবো, যার সাথে চেস খেলবো! ঘুমের মধ্যেও তোকেই হাতড়ে বেড়াই।
বুবাই, মা জানতে চায় তুই কোথায়? বাবা মুখ ফিরিয়ে থাকে। আর আমি,রোজ একটা করে চিঠি লিখি তোর কাছে। বুবাই, কোন ঠিকানায় পাঠাবো চিঠিগুলো? একবারটি বলে দে না ভাই।
- তোর দাদাভাই।