STORYMIRROR

Sourya Chatterjee

Tragedy Inspirational

2  

Sourya Chatterjee

Tragedy Inspirational

তারক

তারক

1 min
441

মুখের উপর ঠাস করে দরজা টা বন্ধ করে দিল তমাল বাবু। ক্যাবলা, নিরুপায় রত্না হাঁ করে ভোম্বলের মতো তাকিয়ে রয়েছে সেদিকে।


পাবলিকের প্রচন্ড অহংকার বারবার ভেঙেচুরে দ্যায় রত্নার বিশ্বাসটুকু।


-ওই। শুনি যে লোকে বলে সবার মধ্যে তুমি আছো। সেই তুমি টা বারবার পারো কি করে!


দরজার ভেতর থেকে খুব আস্তে তমালবাবুর গলা শোনা যাচ্ছে "উপোস করছো ভালো কথা গিন্নি,শরীর খারাপ করো না। শরবত করে রাখলাম। ভালো টাটকা ফল ও আছে। বলো ক্ষণ যখন খাবে।"


রত্না আরো একবার নিজের বিশ্বাস টুকু ভাঙার জন্য হাঁটা লাগালো

"জয় বাবা তারকনাথের সেবা লাগে, মহাদেব"।



Rate this content
Log in

Similar bengali story from Tragedy