স্বপ্নপূরণ
স্বপ্নপূরণ
-শোননা তোমাকে একটা কথা বলার ছিলো।
-হ্যাঁ বলো না
-আমাদের মেয়েটার গানের গলা টা বড্ড ভালো, ভাবছি ওকে গানের স্কুলে ভর্তি করবো।
-আরে এতো ভালো কথা,কিন্তু তুমি সময় দেবে কেমন করে।
-ও ম্যানেজ করে নেবো
-কেমন করে করবে, সকালে উঠে রান্না করা, বাড়ির সব কাজ করা,সৃষ্টি কে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওর আঁকার ক্লাস,ব্যাডমিন্টন ক্লাস,টিউশন ক্লাস, একটা কাজের লোকও তো রাখতে চাওনা, আবার তোমার চাকরিটাও তো করতে হবে নাকি। বললাম মেয়েটাকে একটা স্কুটি কিনে দেই তাতেও তুমি রাজি নও।
-দরকার হলে চাকরি ছেড়ে দেবো।
-কি বলছো তিলো
ত্তমা! ব্যাঙ্কে চাকরি করবে এটা তোমার স্বপ্ন ছিলো,আর এখন বলছো..
অন্তত একটা কাজের লোক তো রাখতেই.....
-স্বপ্ন তো গায়িকা হবারও ছিলো, পূরণ হোলো কই।
আর সেটা যদি আমাদের মেয়ে সৃষ্টি পূরণ করে।
চুপ করে গেলে যে, কিগো কিছু বলো?
- হুম। জীবনের সবকিছুই তবে বিসর্জন দিতে চলেছো?
-ওমা এ কি কথা..? এটা কি বিসর্জন নাকি?
- বিসর্জন কি আর মৃন্ময়ী প্রতিমারই হয় শ্রীলেখা। স্বপ্ন আশা আকাঙ্খারও তো হয়।
-কি যে বলো না তুমি।
বলোনা তুমি রাজি তো..?
- হুম...
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী '