Partha Pratim Guha Neogy

Abstract Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Others

স্বাধীনতা

স্বাধীনতা

1 min
124


শুনেছিলাম স্বাধীনতা হল মানবজীবনের সবচেয়ে বড় সম্পদ। তারপর থেকে অনেক বছর খোঁজাখুঁজির পর অবশেষে এমন একটা জায়গার সন্ধান পেয়েছি, যেখানে আমি স্বাধীনতা দেখতে পারব। সেখানে প্রদর্শনীর জন্য একটা জাদুঘরে তাকে কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে এবং অগণিত সশস্ত্র লোক পাহারা দিচ্ছে। দেখতে পেলাম স্বাধীনতার মুখমণ্ডলে বিষাদের করুণ ছায়া এবং ভাঙাচোরা। সেটা লক্ষ্য করে কৌতূহল বশত আমি যখন প্রহরীদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলাম, কেন সে ওখানে আছে? তখন সেই প্রহরী আমাকে সজোরে তার মুখের কাছে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলল, 'সে যে অমূল্য সম্পদ।'


Rate this content
Log in

Similar bengali story from Abstract