সৌরভ বাবুর জীবনে পরিবর্তন
সৌরভ বাবুর জীবনে পরিবর্তন
সৌরভবাবু বলে এক ভদ্রলোক যিনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস । একদিন খুব ভোর বেলায় সাড়ে পাঁচটা নাগাদ তিনি ঘুম থেকে উঠলেন এবং ইমেলে একটা মেসেজ পান যেটা তার জীবনের একটা আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছিল । বিগত কিছু বছর ধরে তিনি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন , কিন্তু ভাগ্য দোষে তার চাকরি গুলো হাত ফসকে কিছু নাম্বারের জন্য তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল । তিনি হাল ছেড়ে দেওয়ার মানুষ ছিলেন না । তিনি ভেঙে না পড়ে বরঞ্চ তিনি পরীক্ষার পর পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন এবং সেই অনুযায়ী তিনি প্রস্তুতি নিচ্ছিলেন । সৌরভ বাবু সেই অনুযায়ী রাত একটা দুটো নাগাদ তিনি নিয়মিত পঠন-পাঠন করেন । একবার ওনার হাতে আসে কামাল হোসেনের লেখা একটা বই যেটা কিনা তার বন্ধু তাকে উপহার স্বরূপ দিয়েছিল । বইটার নাম ছিল কামাল হোসেনের লেখা "কেউ একাধিক চাকরি পায় আবার কেউ একটিও চাকরি পায়না " । এই বইটা যে তার জীবনের আমূল পরিবর্তন আনবে সৌরভ বাবু নিজেও বুঝতে পারেননি । সৌরভ বাবু বইটা ভালোমতো পরলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরে তিনি ৩-৪ বছর পর নাগাদ একটানা চাকরির পরীক্ষা দিতে লাগলো । সৌরভ বাবুর ইচ্ছা ছিল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া এবং W.B.C.S অফিসার হওয়া । স্বপ্নটা যখন হাত ফসকে বেরিয়ে যাচ্ছিল এমন সময় ঘটলো এক ঘটনা । একদিন সকালে তিনি ঘুম থেকে ওঠার সময় সাড়ে পাঁচটা নাগাদ ইমেইলের একটা মেসেজ পান । যেটা তার শেষ বয়সে এসে পাওয়া চাকরির কথা বলা যায় । তিনি W.B.C.S পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেন । ইমেলে সৌরভ বাবুর চাকরির খবরটা শুনে মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ।
