STORYMIRROR

Arghya Das

Others

4  

Arghya Das

Others

একটি গাছ একটি প্রাণ

একটি গাছ একটি প্রাণ

2 mins
225

       একটি গাছ একটি প্রাণ


            অর্ঘ্য দাস


আজ সারা পৃথিবী জুড়ে একটি শ্লোগান উঠছে " একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও জীবন বাঁচাও " । গাছ আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে । গাছ আমাদের ফুল , ফল ও নানা রকম রোগ ব্যাধি সারানোর ওষুধ দিয়ে আমাদের নানাভাবে সাহায্য করে । প্রাচীনকালে আয়ুর্বেদ চর্চার একমাত্র উপাদান ছিল গাছ গাছরা । চরক ও সুশ্রুত ১,৮৬ ০০০০ গাছ গাছরা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আয়ুর্বেদ শাস্ত্রের জন্ম জন্ম দিয়েছিল । গাছ যেভাবে কাটা হচ্ছে সেভাবে যদি গাছ কাটা চলতে থাকে একদিন আমাদের জীবনের প্রয়োজনীয় অক্সিজেন টুকুও নিঃশেষিত হবে । তাছাড়া গাছপালা পরিবেশের সমস্ত দূষিত কার্বন-ডাই-অক্সাইড সালোকসংশ্লেষের জন্য শোষণ করে ও আমাদের অক্সিজেন দিয়ে আমাদের নানাভাবে সাহায্য করে থাকে । তাই আমাদের প্রয়োজন আরো বেশি বেশি করে গাছপালা লাগানো । গাছপালা আবার বাস্তু তন্ত্রের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হচ্ছে।

উদাহরণস্বরূপ বলা যায় -- সবুজ গাছপালা-- ফড়িং-- ব্যাঙ-- সাপ । গাছ হলো মানুষ সহ অন্যান্য প্রাণীকুলের প্রাণের আধার । মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন যা সরবরাহ করে গাছ । তাছাড়া গাছ ভূমিক্ষয় রোধ করে থাকে । গাছ আমাদের আসবাবপত্রের কাঠ দিয়ে আমাদের নানাভাবে সাহায্য করে । গাছপালা না থাকলে মানুষ সহ অন্যান্য জীব জন্তু অক্সিজেনের অভাবে মারা যেত । দেরিতে হলেও আজ মানুষ বুঝতে পারছে গাছপালা না থাকলে মানুষ সহ অন্যান্য জীব জন্তু আজ বিপন্ন হত। তাই সারা পৃথিবী জুড়ে তোলপাড় উঠেছে গাছ লাগাও জীবন বাঁচাও, একটি গাছ একটি প্রাণ। বর্তমান দেশে দেশে বন সংরক্ষণ ও বনসৃজন পালিত হচ্ছে । আমাদের দেশে ১৯৫০ সালের জুলাই মাসে পালিত হয় বনসৃজন ও বন মহোৎসব উৎসব । শুধুমাত্র গাছপালা লাগালেই চলবেনা তা যথাযথ দেখাশুনা করতে হবে । 


উপসংহার :-- 

উপসংহারে বলা যায় গাছের মতো ক্ষমাশীল ও উদার এ জগতে নেই। এরা বৃক্ষচ্ছেদনকারীকে ফুল দেয় , ফল দেয় এবং শীতল ছায়া দিয়ে রক্ষা করে । গাছ আমাদের নানাভাবে সাহায্য করে থাকে । গাছের সে দানের কথা আমরা ভুলে যাই।

তাই আমাদের একটাই মন্ত্রে দীক্ষিত হওয়া উচিত " একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও জীবন বাঁচাও" । চারিদিক যেন সবুজে ঝলমল করে উঠুক ।




Rate this content
Log in