Arghya Das

Tragedy

4  

Arghya Das

Tragedy

করোনা ভাইরাস ও তার প্রভাব সমাজ এ

করোনা ভাইরাস ও তার প্রভাব সমাজ এ

3 mins
351


করোনা ভাইরাস ও তার প্রভাব সমাজজীবনে

অর্ঘ্য দাস


বিষয় :- শিল্প - সাহিত্য-সংস্কৃতি- সমাজ- স্বাস্থ্য- অর্থনীতি বিনোদন জগতে করোনা র প্রভাব।


আজ গোটা বিশ্বে একটা ভাইরাস এর আতঙ্ক নাম তার করোনা ভাইরাস। করোনা র করাল গ্রাস আজ গোটা বিশ্বে বসিয়াছে থাবা। যার প্রভাব পড়েছে শিল্প - সংস্কৃতি -সমাজ - স্বাস্থ্য - অর্থনীতি - বিনোদন জগতে । গোটা বিশ্বে প্রায় দুই লাখের বেশী মানুষ মারা গেছে । আজ গোটা বিশ্ব বর্তমান সময়ে করোনা র আতঙ্কে কাপছে । চারিদিকে লেগে আছে শুধুই ত্রাস আর হাহাকার । যার প্রভাব আমরা সমাজ জীবনে দেখতে পাই। রেশন নিয়ে জালিয়াতির জন্য ও রেশন কম দেওয়ার অভিযোগে রাস্তার দু'ধারে ক্ষুধার্ত মানুষের হাহাকার শুনতে পাওয়া যাচ্ছে । ইতালিতে ডেথ বডি নেওয়ার মতো লোকের অভাব দেখা দিয়েছে। আমরা স্পেনিশ ফ্লু , রুবেলা, ইবোলা, ব্লাকডেথ এর মত মহামারীর নাম শুনেছি যাতে লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল । এইরকম ই এক মহামারি হলো - করোনা ভাইরাস । এ যে এক মারণ মহামারি । যার উপসর্গ হলো - হাঁচি , কাশী ও জ্বর। ডাক্তাররা তার জন্যে পরামর্শ দিচ্ছেন N - ৯৫ অথবা N - ৯৭ মাস্ক ব্যাবহার করতে এবং হাত ,মুখ , চোখে হাত না দিতে । বারবার হাত , ভালো করে সাবান দিয়ে ধোবার জন্য পরামর্শ দিচ্ছেন । এই রোগের আবির্ভাব ঘটে চায়নায় । তারপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চায়নারা প্রথম করোনা ভাইরাসকে একটা ল্যাবে জৈব অস্ত্র তৈরির জন্য নানারকম পরীক্ষা- নিরীক্ষা করছিলো সেখান থেকে লীকেজ হয়ে চায়নাদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে । আবার এ সম্পর্কে নানামুনির নানা মত আছে- প্রথম কথা হল চায়নারা বাদুড়, পোকামাকড় , কুমীর ইত্যাদি খাওয়ার জন্য এ রোগের আবির্ভাব ঘটেছে। দ্বিতীয়ত , একরকম বাদুড় কামড়ালে এই রোগ ঘটে। তৃতীয়ত , চয়নারা জৈব অস্ত্র তৈরির জন্য নানারকম পরীক্ষা- নিরীক্ষা করছিলো সেখান থেকে লিকেজ হয়ে প্রথমে চায়নাদের মধ্যে এই রোগ ঘটে এবং পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে আফ্রিকা মহাদেশ বাদ দিয়ে প্রায় সমস্ত মহাদেশের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। করনার করাল গ্রাস থেকে বাদ   

যায়নি- আমেরিকা, চীন, জাপান, ইতালি ও ভারতে এই রোগের বিস্তার লক্ষ্য করা যায় । কারনার করাল গ্রাসে দোকান , বাজার, হাট, বাস, ট্রেন, অফিস- আদালত, স্কুল - কলেজ , সমস্তটাই আজ লকডাউন। আমেরিকা,চীন , জাপান, ব্রিটেন , তবে এই রোগ দমনের ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কারের গবেষণায় নিযুক্ত রয়েছে । তবে ব্রিটেন সম্প্রীতি chadoxs-১ নামে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে । যা আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ভারতে এসে পৌঁছাবে বলে আশা করা যায়। তবে বর্তমানে প্লাজমা থেরাপির নামও শোনা যাচ্ছে। তবে বর্তমানে আমেরিকা রেমদিসিভির নামে একটা ওষুধ আবিষ্কার করেছে বলে শোনা যাচ্ছে।ভারতে এই রোগের জন্যে পথঘাট হয়েছে শুনশান। চারিদিকে দেখা মিলছে শুধু মুখোশ পরিহিত মানুষের । ডাক্তাররা করোনা আক্রান্ত ব্যাক্তিদের কয়ারান্টাইন এ থাকার নির্দেশ দিয়েছেন । যারা বিদেশ থেকে এসেছে তাদের ১৪ দিন ঘর থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছেন এবং তাদের ব্যাবহৃত সামগ্রী অন্যেরা যাতে ব্যাবহার না করে সেদিকে খেয়াল রাখতে বলেছে । হাঁচি বা কাশির সময় মুখ কনুই দিয়ে ঢাকতে বলেছে । যত্র তত্র থুতু না ফেলার নির্দেশ দিয়েছে । হাত , পা, মুখ, ভাল করে সাবান দিয়ে বার বার ধোয়ার অভ্যাস করতে বলেছে। গোটা চলচ্চিত্র জগতের শুটিং এখন বন্ধ , স্কুল - কলেজ ,অফিস - আদলত , বাস - ট্রেন সব কিছুই বন্ধ । অর্থনীতিবিদরা বলেছেন - আগামীদিনে সকলের পকেটে লিকুইড মানির অভাব দেখা দেবে। বর্তমান সময়ে বাজার ঘাটের লোকেদের মধ্যে আর্থিক ভান্ডার বেচা কেনা প্রায় না হবার জন্যে টান পড়তে দেখা যাবে। সব থেকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষেরা । বেসরকারি ক্ষেত্রে সকলের চাকরী যাবার আশঙ্কা রয়েছে। কাজ হারাতে পারে প্রায় লক্ষ্যাদিক শ্রমিক। শুধু ভারত নয়    

গোটা বিশ্বে দেখা দিতে পারে আর্থিক মন্দা , দেখা দেবে শেয়ার বাজারে ধ্বস, sensex এর পতন ঘটবে । গোটা বিশ্বের অর্থের যোগান অব্যাহত রাখতে বিভিন্ন দেশের সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। তবে সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারে চাষীরা । অর্থনীতির এই কলোমন্দা যা গোটা বিশ্বকে গ্রাস করবে বলে আশা করছে। সরকারি ভান্ডারের কোষাগারে যাতে আর্থিক টান না ঘটে সেক্ষেত্রে সরকারের রিলিফ ফান্ডে বিভিন্ন ব্যাক্তিদের টাকা দান করতে বলা হয়েছে।


31Writing Prompt :-- prompt 18 / Day 18 (Season 4)



Rate this content
Log in

Similar bengali story from Tragedy