Arghya Das

Tragedy

4  

Arghya Das

Tragedy

নিজের চোখে দেখা বাস দুর্ঘটনা

নিজের চোখে দেখা বাস দুর্ঘটনা

1 min
308


নিজের চোখে দেখা একটা ঘটনা যেটা কিনা হলো একটা বাস দুর্ঘটনা


           অর্ঘ্য দাস


নিজের চোখে দেখা একটা ঘটনার কথা বলতে গেলে প্রথমেই ভয়ে আঁতকে উঠতে হয় সেটা হলো একটা বাস দুর্ঘটনা । যেটা কিনা ঘটেছিল আমার কলোনি মোড় থেকে বাড়ি ফেরার পথে । ঘটনার বছরটা ছিল ২০১২ সাল । তখন আমার বয়স টা ছিল ২৩ বছরের কাছাকাছি । আমি একটা কাজে তখন কলোনিমোড়ে গিয়েছিলাম । তখন সেখান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ একটা বাসের সাথে একটা পথচলতি লোকের বাসে চাপা পড়ে ঘটনার কথাটা মনে পড়ে যায় । লোকটা প্রাণে বেঁচে গেলেও তার পা দুটো বাসের তলায় চাপা পড়ে যায় । বাসের মধ্যে সব লোকজন আতঙ্কে চেঁচামেচি শুরু করে দেয়। আশেপাশের সবাই তখন লোকটাকে ধরে নিয়ে একটা হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে ভর্তি করায় । বাসের চাকা দুটো লোকটার পায়ের উপর দিয়ে চলে যাওয়ায় পা দুটো কেটে বাদ দিতে হয় । লোকটি গুরুতরভাবে আহত হয়েছিল । যেটা ছিল মানুষের জীবনের একটা চিরন্তন সত্য একটা ঘটনা । যা অন্য কারুর জীবনেও ঘটতে পারে । এই ঘটনাটা দেখার আমি একজন চূড়ান্ত সাক্ষী ছিলাম । ঘটনাটা দেখে বাড়ি ফেরার পর আমার তিন চারদিন আতঙ্কে ঘুম হয়নি ।


,52 Week writing Challenge --2022

Edition --5

No --4


Rate this content
Log in

Similar bengali story from Tragedy