পরীক্ষা
পরীক্ষা


দু-এক পশলা বৃষ্টি গরমটা খানিকটা কমিয়েছে। সদ্য শেষ হয়েছে বৃষ্টি। খোলা জানালা দিয়ে ভেজা বাতাস ঢুকছে ঘরে। আজকের রাত সৃজনীর অপেক্ষার রাত। তুচ্ছ বিষয় নিয়ে নিখিলেশের সাথে সকালের ঝগড়াটা আজকে অনেকদূর গড়িয়েছে। অভিমানে সৃজনীও মায়ের কাছে চলে এসেছে।
সন্ধ্যেবেলা বাড়ী ফিরে সৃজনীকে দেখতে না পেয়ে ফোন করলো নিখিলেশ। রাগে ফুটছে তখনও সৃজনী, ফোন ধরলো না। সৃজনী পরীক্ষা নিচ্ছে নিখিলেশের দায়িত্ববোধের! ওদের কেয়ারটেকার এসে চাবিটা চাইলো, "জামাইবাবু নিজের ঘরে ঢুকতে পারছে না বলছে।"