Sourav Nath

Abstract

4  

Sourav Nath

Abstract

পলাতক

পলাতক

1 min
327



    'আমাকে এখান থেকে নিয়ে চল রক্ষী, নাহলে যে আমার রক্ষে নেই!' আমি ভয়ার্ত, দিগ্বিদিক জ্ঞান শূন্য!

   রক্ষী বললে, 'পালিয়ে কোথায় যাবেন প্রভু? আর তো পালানোর পথ নেই।'

   আমি বললাম, 'পথ নেই মানে?'

   রক্ষী বললে, 'সময় থাকতে লড়াইটা শিখে নিলে হয়তো এখনও কাউকে বাঁচাতে পারতেন। তাতে আপনারই লাভ হত।'

   আমি খুবই ক্রুদ্ধ হয়ে বললাম, 'তোমার এত বড় সাহস! তুমি আমার মুখের উপর কথা বল!'

   রক্ষী বললে, 'ক্ষমা করবেন প্রভু, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন। তবে জানবেন, এখনও সময় আছে। পারলে একটু হলেও লড়াইটা শিখে নিন, আমি মরলে বাকি লড়াইটা যে আপনাকে নিজেকেই লড়তে হবে!'

   আমি মাথা নত করে দাঁড়িয়ে রইলাম আমার রক্ষীর কাছে। যখন মাথা তুললাম, দেখলাম রক্ষী নেই। তারও বুকে বিদ্ধ হয়েছে শাণিত তলোয়ার। আমি মৃতপ্রায় রক্ষীর দিকে তাকিয়ে চীৎকার করে বললাম, 'ওঠো রক্ষী ওঠো! আমাকে বেঁচে থাকার লড়াইটা অন্তত শিখিয়ে দিয়ে যাও!'

   মৃত্যু কোলে ঢলতে ঢলতে রক্ষী আমাকে বললে, 'ওটা যে নিজেকেই শিখে নিতে হয় প্রভু!'


Rate this content
Log in

Similar bengali story from Abstract