ন্যায়বিচার
ন্যায়বিচার
ঘরের দরজার ফাঁক গলিয়ে দেয়ালে ঝুলানো ঘড়ি মনোযোগের সঙ্গে জলের কলের নিচে রাখা পাত্রের দিকে তাকিয়ে আছে। দেয়াল ঘড়ি নিয়মিত সময়ে কল থেকে পাত্রে পানি পড়ার টুপটুপ শব্দ শোনে। হিংসায় জ্বলতে থাকে দেয়ালঘড়ি এবং আপনমনে বলে, 'কেন যে ঐ ঘড়ির সময় একত্রে জমা হয়, অথচ আমারটা হয় না? এটা ঠিক না।'
কিছুক্ষণের মধ্যে জল জমে পুরো পাত্র ভরে যায় এবং একসময় উপচে পড়তে থাকে। দেয়ালে ঝুলানো ঘড়ি আর্তচিৎকার করে ওঠে- 'ন্যায়বিচার, জিন্দাবাদ। ন্যায়বিচার, জিন্দাবাদ।'
