নিস্তব্ধ রাত্রি
নিস্তব্ধ রাত্রি
নিস্তব্ধ রাত্রি ; গৃহস্থ্যের শীতঘুমের সুখের বিলাস ;
মাঝে একাকী জেগে আমি ; কি জানি ;মনে কিসের উল্লাস,
দেখি একাকী বসে ; মায়াবী রাতে ঘুমোনো একটি নীরব নিশ্চিন্ত শহর ;
না জানি কতো কথা পেয়েছে কিছুক্ষন স্তব্ধতা ; নির্বাক ৬টি প্রহর,
হয়তো কোনো পথক্লান্ত শ্রমিকের এখনো বোজেনি চোখ ; কে জানে ; আদৌ বোজে কিনা;
বা নীরব কোনো প্রেমিক বাজায় একাকী বসে ; প্রেমিকার বিরহ -বীনা,
বা কোথাও হয়তো খুঁজছে টলমল মাতাল ; আরো কিছু সঙ্গীসাথী;
পরে নেশার আমোদে হয়ে ভরপুর ; নিশ্চিন্তে দেয় ; নিজের ঘর - সংসারে লাথি,
বা হয়তো রাত জেগে পড়ে কোনো সন্তান ; অভিশাপ যে তার বেকারত্ব ;
বেসরকারি ; বা সরকারি ; যাই হোক ; নাহলে সমাজ দেয়না যে গুরুত্ব,
এসব দেখছি ; আর ভাবছি বসে ; এমন রাত আমার আর ঘনাবে কতদূর ;
হচ্ছি গুরুত্বহীন ; হৈনা কেন বিলীন ; আমার জীবন তো প্রাপ্তিতে ভরপুর।
