STORYMIRROR

Anindya Biswas

Romance

4  

Anindya Biswas

Romance

আমি তোমার মত

আমি তোমার মত

1 min
15

আমিটা আমার মতই;
বাকিটা তুমি গুছিয়ে নিয়,
সেই অছিলায় কাছে আসি যদি;
টুক করে বুকে জড়িয়ে নিও,
অজান্তে; অজ্ঞাতে; ভুল করবো ঠিকই;
তুমি নাহয় হাত ধরে আবার শিখিয়ে দিও,
সেই ভুলের ঠিকানায় খুব কাছে এসে পরি যদি;
নিঃশ্বাসে; প্রশ্বাসে; ঠোঁটের ঠিকানার বাঁকে; নাহয় ঠোঁট মিলিয়ে নিও;
বাকিটা আমি কিন্তু হবো তোমার মতোই;
আর বাকি আমিটা তুমি নাহয় মিলিয়ে নিও।


Rate this content
Log in

Similar bengali story from Romance