STORYMIRROR

Anindya Biswas

Romance

4  

Anindya Biswas

Romance

অরণ্যে রোদন

অরণ্যে রোদন

1 min
7

মাঝে মাঝে ইচ্ছে করে অঝোরে তোমার কাছেই কাঁদতে;
কেনো?নীরব চোখের ভাষা পড়ার ক্ষমতা তোমার - তা চাওনা যখন মানতে ,
মনে হয়ে কেনই বা করি; বৃথা অরণ্যে রোদন;
যে অরণ্যে হয়না কখনো খুশি - সূর্যের আগমন,
যে কর্ণকুহরে পৌঁছায় না কখনও; প্রেমের নিদারুণ নিবেদন;
আচ্ছা ;বলতো সত্যিটা - ইচ্ছে করেনা কভু আমার মনের কথা জানতে?
তবুও কেনো জানি ইচ্ছে করে; অঝোরে তোমার কাছেই কাঁদতে;
কত যে ভালবাসি তোমায়; হায় - তা যদি একবার জানতে।


Rate this content
Log in

Similar bengali story from Romance