Manab Mondal

Abstract Fantasy Inspirational

3  

Manab Mondal

Abstract Fantasy Inspirational

মোটা শিব

মোটা শিব

1 min
210


কোলকাতার বুড়ো শিব বা মোটা শিব ৩০০ বছর পুরনো মন্দির। দুর্গেশ্বর মন্দির এর পোশাকি নাম ।  কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন এটি কে ২০০৯ সালে হেরিটেজ গ্রেড ওয়ান (Heritage Grade-I) স্থান পেয়েছে। ১৬ নম্বর মহম্মদ রমজান লেনে অবস্থিত এই মন্দির। চক্ররেল করে শোভাবাজার আহিরীটোলাতে নেমে ১০মিনিট হাঁটা পথ।মেট্রোরেল করে গেলে শোভাবাজার স্টেশনে নেমে নিমতলা যাওয়ার অটো করে যাওয়া যায় এই মন্দির।


আনুমানিক ৫০ ফুট উচ্চতা ও ৩০ ফুট চওড়া বিশিষ্ট প্রাচীন ভাঙাচোরা মন্দিরটি বাংলার স্থাপত্য কলার নিদর্শন আটচালা মন্দির এটি। মন্দিরের ভিতরে রয়েছে প্রায় ১০ ফুট উচু শিবলিঙ্গ কালো পাথরের তৈরি। শিবলিঙ্গের বয়স ও আকার দেখেই বুড়ো শিব এবং মোটা শিব বলে ডাকা হয়।


প্রতিদিন ভোর ৪ঃ৩০ থেকে ১২ঃ৩০ ও


বিকেল ৪ঃ০০ থেকে রাত্রি ৯ঃ০০ টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে ।

এই মন্দির সন্ধ্যা আরতি ও মহাদেবের ফুলের রাজবেশ বেশ আকর্ষণীয়।




Rate this content
Log in

Similar bengali story from Abstract