Sucharita Das

Tragedy Inspirational

2  

Sucharita Das

Tragedy Inspirational

মহান দৃষ্টান্ত

মহান দৃষ্টান্ত

1 min
309


ছোট্ট মিমির বাবাকে ছাড়া ঘুম হয়না। কিন্তু এই কদিন তো বাবা ঘরেই আসছে না ওর কাছে। হাসপাতালেই থাকতে হচ্ছে বাবাকে।‌ মা বলেছে, ওখানে নাকি বাবা যারা অসুস্থ হয়ে আসছে, তাদের সেবা করছে। ছোট্ট মিমির অবুঝ মন মানতেই চাইছে না বাবা ছাড়া। কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল মিমি। ওর মা বলেছে ঘুমিয়ে পড়লে স্বপ্নে ও বাবাকে নিশ্চয়ই দেখতে পাবে। মিমির বাবা যে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালেই রয়ে গেছে। সেকথা মিমির অজানা।


মিমির বাবারও যে খুব কষ্ট হচ্ছে মিমিকে ছেড়ে থাকতে। এসেছিল তো সেদিন মিমির বাবা মিমিকে আর ওর মা'কে দেখতে। কিন্তু বাড়ির বাইরেই বসেছিল, ওখানেই মা চা, খাবার দিলো বাবাকে। মিমির খুব ইচ্ছা করছিলো বাবাকে জড়িয়ে ধরে আদর করে। কিন্তু বাবা ওকে কাছে যেতে বারণ করেছে যে। বাবা প্রমিস করেছিল মিমিকে ,ফিরে এসে অনেক আদর করবে ওকে।


কিন্তু মিমির বাবা আর ফেরেনি মিমির কাছে। করোনা আক্রান্তদের চিকিৎসা করতে করতে নিজেও করোনার কবলে আক্রান্ত হয়েছিল। ভয়াবহ মহামারীতে প্রাণ হারিয়েছিল মিমির বাবা । শেষ বিদায়বেলায় স্ত্রী ও একমাত্র মেয়েও তাঁকে কাছ থেকে দেখতে পায়নি। ছোট্ট মিমির মাথা থেকে তার বাবার ভরসার হাত অকালেই সরে গিয়েছিল।স্বার্থত্যাগের এমন মহান দৃষ্টান্ত , আমাদের সবার জন্যও শিক্ষামূলক দৃষ্টান্ত হয়ে থাকুক।


Rate this content
Log in

Similar bengali story from Tragedy