STORYMIRROR

Obaidur Rahaman

Abstract Others

2  

Obaidur Rahaman

Abstract Others

মেজদা 2

মেজদা 2

1 min
203

 কলকাতার পড়াশোনা শেষ করে ঘরে ফিরলেন বসির আলির ছোট মিনার আলী।। বহু আশা নিয়ে শহরে পড়াশোনা করিয়েছিলন।। এবার চাকরি পেয়ে কিছু অর্থ পরিবারের খরচ চালাবার জন্য প্রদান করিবে।। সামান্য হলেও পরিশ্রম থেকে বিরত থাকার সুযোগ পাবেন।। 

 তিন মাস অতিবাহিত হয়, বসির জিজ্ঞাসা করেন " চাকরি বাকরির খোজা শুরু করছি? " চুপচাপ শুনলো কোনো প্রকার উত্তর করলেন না।। কয়েক দিন পরে মিনার তার মা কে জানিয়েছেন বাইরে চাকরি না করে ঔষধের দোকান করে ব্যাবসা করবেন।। মেজো দাদাকে বলার জন্য অনুরোধ করেছে ।।  

মা এর কাছ থেকে শুনে মাথা গরম হয়ে যায় বসিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই মা ভয়ে কিছু বলতে পারে না।। ছেলের কথা রাখার জন্য বলিলেন।। বসির মনে মনে কত স্বপ্ন দেখছিলেন , ভাই চাকরি করিবে দাদা ভাই এর সাথে থাকবে, লোকে তাকে বহু কথা বলে ছিল সব মিথ্যা প্রমাণিত হবে।। তা কিনা দোকান করে ভবিষ্যত টাকে শেষ করিবে।। 



Rate this content
Log in

Similar bengali story from Abstract