অবহেলিত 3
অবহেলিত 3

1 min

941
ফতিমার বয়স তিরিশের ঘর পেরিয়েছে সবে, এর মধ্যে তিন সন্তানের মা হয়েছে।। সারাদিন গৃহ সেবায় নিয়োজিত।। ভোর রাতে উঠিয়া ধানের কাজ করিয়া থাকে, জাফর ধানের ব্যাবসা করে, ব্যাবসার বেশিরভাগ কাজ ফতিমার করিতে হয় ।।ধান সিদ্ধ থেকে ধান শুকানো সবকিছু।। পাতলা রোগা, শুকানো দেহ নিয়ে কঠিন পরিশ্রম করিয়া চলে, ফতিমার মুখের দিকে তাকালে বুঝতে পারা যাই যে সে নীরিহ সরল সাধারণ রমণী।।
মুখ বুজিয়া কাজে সব সময় নিয়োজিত থাকে।। এতটা খাটিয়া গৃহের সদস্য দের দুবেলা খাবার জুতে হিমসিম খায়।। চালের অভাব না থাকিলেও অন্য খরচ করিতে অসুবিধা দেখা যায়।। মোড়ল দের পাড়ায় ঘর তাই প্রয়োজনে দু দশ টাকা ধার মিলে।। তবে কখনো কখনো খোটা দিয়ে বলে ওঠে,