অবহেলিত 2
অবহেলিত 2


জাফর এতে আপত্তি করিয়া বসিল, "লোকে কি বলিবে, আমি তার ঔষধের খরচ চালাইতে না পারিয়া বৌ কে বাপের বাড়ি পাঠাইয়াছি।। ফতোয়র ভাই এই কথা শুনিয়া মনে মনে রাগিয়া উঠিল।। একটু পরে বুঝিয়ে বলিল" তা কেন হবে মশায় দু দিন বাপের বাড়িতে থাকিলে মনটা ভালো হবে। একটু সুস্থ হয়ে উঠলে রাখিয়া যাইবো।।
সবশেষে জাফর ভাবিয়া অনুমতি দিয়াছে, ভাই বোনের চিকিৎসার জন্য নিয়ে যাইবো তাতেও এত অনুরোধ করিতে হয়, এই প্রথম দেখিলাম।।
ফতিমার অসুখের খবর পাইয়া জাফর কোনো প্রকারের সন্তোষজনক কথা বলেনি বলিয়া ফতিমার খুরতুতো ভাই ফিরোজ মনে মনে গালি দিতে দিতে বাহির হইয়া গেলো।