STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Comedy

3  

Sanghamitra Roychowdhury

Comedy

ক্ষ্যান্তমণির কড়চা ৩

ক্ষ্যান্তমণির কড়চা ৩

1 min
491

#ক্ষ্যান্তমণির কড়চা (৩)


হেঁ হেঁ হেঁ.... ছেলপি একখানা পোস্টো করিচি গো দাবাবু দিমণিরা, হোই যে গো এসমাট ফোনের মোদ্যি, হোই ফেজভুকিতে। তোমাদিগের চোক্কে ভুজি ঠ্যাকি নি একুনো? নাকি চোক্কির মাতা খেয়ি বোসি আচো। তা সে ঝাই হোগ্গে, মোরুগ্গে, একুন সব্বাই এগডু দেকো দিকিনি, ক্যামোন হোয়িচে আমার ছেলপিখানা। ফটোকে ত দেকি সব্বাই নিপিস্টিক, পাডার, কিরিম, ছেম্পু সব্বোস্সো মুকি মেক্কে তবিই 

ফটোক তোলে। তা আম্মো মেকিচি ফটোক তুলবু বোলি, তক্কুনি বুড়োকত্তা বোল্লে কিনা, ছেন্টু মাকতি।

ওতে নাকি ফটোক আরোওও ভালো উটবি। হোই জোন্ন্যিই ছেন্টুও মেকিচি ভাল্লো কোরে, তাপ্পর ছেলপি তুল্লি, ফেজভুকিতে পোস্টো কোল্লুম, হোই ক্যাপসিকিনো দিইচি, "গেরামসুন্দুরি পেত্থম কদমফুল"...... ভালো হয়নে? 


তাও একুনো পজ্জোন্তি একখানো লীল নাইক, নাল নাব কি হোল্দে হাঁ.... কিচ্চু পড়ে নি গা? এইটে তোমাদিগের ক্যামোন বিচের হোলো বলো দিকিনি? কত্তো হেঁচি পেঁচি খেঁদি বুঁচি ফটোকে তোমরা লীল নাইক, নাল নাব, হোল্দে হাঁ দিয়ি দিয়ি ভোইরি দ্যাও, সে এগ্বারিতি শয়ে-দু-চাশ্শয়ে! আর আমার একখানা মোটি ফটোক, অত্ত ভাল্লো ছেলপি আর অমোন একখান জোম্মে ক্যাপসিকিন, তাও তোমাদিগের পচ্চন্দো হোলোনে মোট্টে! কী গা তোমরা, দাবাবু দিমণিরা? 


এব্রে আমি যোতি রেগ্গেমেগ্গে তোমাদিগের ফটোকে

দাঁতছড়কুটোনো, কি ছ্যাট, কি হ্যাঙ্গিরি টিপি দিই, ত্যাকুন কিন্তুক কিচ্চুটি বোলতে এসুনি ঝেনো বাপু! তোমাদিগে থালি ফেন্ডুলিস্টি থেয়েন বাদ দেদোবো ত্যাকুন। মোনে রেকি দ্যাও কতাডা, বুয়িচো? হ্যাঁঅ্যাঅ্যাঅ্যা.... এই হোলো গে ক্ষ্যান্তমণির নাস্টো কতা!


Rate this content
Log in

Similar bengali story from Comedy