কলঙ্কিনী_রাধা(বিষয়-প্রথম প্রেম
কলঙ্কিনী_রাধা(বিষয়-প্রথম প্রেম


অভিরাজের প্রথম প্রেম ছিল বাহামণি,ওদের বাড়ির কাজের মেয়ে।তাদের দুজনেরই মনের এই ভালোবাসা ছিল অনেক গভীরে,একদম গোপনভাবে।তারা জানতো তাদের এই ভালোবাসা সমাজ মেনে নেবে না।কিন্তু সেই বৃষ্টির দিনে,যেদিন অভির মা-বাবা বাড়ি ছিল না,সেদিন তাদের দুটি মনের মিলন ঘটেছিল খুব গোপনে।কিন্তু এর পরেরদিনই বাহামণি অভিরাজদের বাড়ি ছেড়ে চলে গেছিল।যাওয়ার সময় অভিরাজের চোখে জল দেখে ও বলেছিল-
------"কানদিস লা রে।আমার রূপ-গুণ এসব কিছুই লাই রে।তুই বললেও তুর বাপ-মা আমার সাথে তুর বিহা দিবেক লাই রে।আমি মন দিতে মান দিয়েচি।তুকে ছাড়ে আর কারুকে চোখ মেলে দেকতেই পারব লা রে।আমি য্যা রাধা।রাধার কপালে সুখ ছিলো লাই রে।"
-----অভিরাজ শুধু উত্তরে এইটুকুনিই বলল-"তুই কেনো রাধা হোলি?"