জোকার
জোকার
সার্কাস এ খেলা দেখায় রামু, । প্রতিদিন মুখে মুখে রঙ মেখে সবার মনোরঞ্জন করে । প্রচুর হাত তালি, হাসির আওয়াজ, গম গম করে গোটা হল, ।
দর্শক আসনে বসে অভিজাত ঘরের অনেকের মনেই জেগে উঠছে,
একটা কথা, আমরা সবাই তো বাস্তব জীবনে ও রঙ মেখে অবিরত সবার মনোরঞ্জন করে যাচ্ছি!