Manab Mondal

Abstract Fantasy Inspirational

3  

Manab Mondal

Abstract Fantasy Inspirational

ঝুপো মা

ঝুপো মা

1 min
17


বাংলার ডাকাতে কালীদের অন্যতম কাটোয়ার ঝুপো মা । কাটোয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কলেজের পিছনে হস্টেলের পাশে

৩০০ বছর ধরে একটি পুরানো নিম গাছকে ঝুপো মা রূপে ঝুপোমার পুজো করা হয় ৷নিম গাছকে কালী রূপে পূজিত হয়। অজয় ও গঙ্গার সঙ্গম স্থলের কাছে এই অঞ্চল জঙ্গল ভরা ছিলো।

এখানে তখন ভাগিনা জলদস্যুদের দৌরাত্ম্য ছিল৷ ভাগিনারা ডাকাতি করতে যাওয়ার আগে প্রতি অমাবস্যায় এই নিম গাছটির নিচে কালী

পুজো দিত ৷ কথিত আছে পুলিশের তাড়া খেয়ে ডাকাত সর্দার পুজো করতে পারলেন না। ডাকাত সর্দারকে রাতে মা স্বপ্ন দেন যেনো নিম গাছ তলায় সারা বছর তাঁকে পুজো করার হয় ৷

এরপর নিম গাছটিকে শাড়ি জড়িয়ে সোনার গয়নায় সাজিয়ে তোলা হয় ৷ গাছটির মাথায় মুকুট , হাতে খাঁড়া ৷ গাছটিই এভাবে দক্ষিণা কালী মন্ত্রে পূজিত হয় ৷ বর্তমানে চারপাশ পাঁচিল দিয়ে ঘিরে মন্দিরের মত করা আছে ৷কালী পুজোর দিন বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয় ৷ নিত্যসেবা ছাড়া

দীপান্বিতার বিশেষ পুজোয় হাজার হাজার মানুষ

প্রসাদ পান ৷ ঐ ছবি নিয়ে কালী পুজোর বিসর্জনের সন্ধ্যায় শোভাযাত্রা বের হয়ে সারা শহর

পরিক্রমা করে ৷ এখন আর জঙ্গল নেই ৷ অজয়

নদীও কিছুদূরে সরে গেছে ৷ কিন্তু , সাড়ম্বরে তিনশ

বছর ধরে চলছে বৃক্ষরূপী মা কালীর পুজো ৷ কাটোয়ার বিখ্যাত পূজা নিয়ে মেতে ওঠেন কাটোয়াবাসী প্রতিবছর।



Rate this content
Log in

Similar bengali story from Abstract