STORYMIRROR

Sagnik Bandyopadhyay

Classics

3  

Sagnik Bandyopadhyay

Classics

হত্যাকারী

হত্যাকারী

1 min
11.9K

কল ও জলের সম্পর্ক অনেক দিনের। কল সর্বদা জলকে আগলে রাখতে চেষ্টা করে। জল ও কলকে ছাড়া থাকতে পারে না। মানুষেরা তাদের সম্পর্কের বন্ধন বোঝেনা। এইজন্য মানুষদের উপর খুব অভিমান তাদের। মানুষেরা নিজেদের প্রয়োজন ছাড়াও সর্বদা কল খুলে জলের জীবনকে ধ্বংস করে। যাকে এক কথায় খুন বলা যায়। এতে কলের খুব কষ্ট ও রাগ হয়। কল মানুষদের মিনতি করে বলে,"তোমরা আমাকে খুলে জলকে নষ্ট করছো কেন? এতে জলের যে মৃত্যু ঘটবে। তখন তো তোমরাই বাঁচতে পারবে না এক মুহূর্ত।" কিন্তু মানুষেরা কলের কথাকে পাত্তা দেয় না। এদিকে জলের জীবনও শেষ হয়ে আসছে। জলের কষ্ট হচ্ছে কলকে ছেড়ে যেতে হবে ভেবে। জল কলকে বলে,"তুই পারবি না আমাকে বাঁচাতে? আমি যে তোর কাছে থাকতে চাই।" শুনে কল অসহায় ভাবে বলে,"আমার যদি ক্ষমতা থাকতো মানুষেরা এইভাবে তোর জীবনকে শেষ করে দিতে পারত না।" একদিন কল জলকে ডাকছে,"কোথায় গেলিরে? আজ আসতে দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়।" কিন্তু জলের কোনো পাত্তা নেই। কল আরও তিন-চারবার ডাকলো। কিন্তু জল এলো না। এবার কল বুঝতে পারল জলের শেষ জীবনটুকুও কেড়ে নিলো মানুষেরা। কল কান্নায় ভেঙে পড়ল আর বিধাতার উদ্দেশ্যে বলল,"হে বিধাতা! তুমি জলের হত্যাকারীদের শাস্তি দিও।"


Rate this content
Log in

Similar bengali story from Classics