হারিয়েছে
হারিয়েছে
গতকাল খুব ভোরে আমি যখন মর্নিং ওয়াকে পার্কের দিকে যাচ্ছিলাম, তখন জনগণের পার্কের বাইরে দেয়ালের গায়ে পাশাপাশি লাগানো দুটি পোস্টার দেখেছি। একটা পোস্টারের গায়ে সাদা কুকুরের ছবি এবং তাতে লেখা 'হারিয়েছে'। অন্য পোস্টারে অদ্ভুত আকৃতির একটা মানচিত্র আঁকা এবং তাতে লাল কালিতে লেখা 'হারানো জাতি'। আমাকে সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত করেছে যখন দেখেছি সাদা কুকুরের দৃষ্টিনন্দন পোস্টারের সামনে অগণিত মানুষের ভিড় লেগে ছিল। অথচ 'হারানো জাতি' লেখা পোস্টারটি দারুণভাবে অবহেলিত ছিল এবং পোস্টারটি একটি মানুষকেও আকর্ষণ করতে পারেনি। পোস্টার দুটি দেখে আমার ভীষণ খারাপ লেগেছে এবং তখন আমার ভেতরের অনুতাপ ও মর্মপীড়া মানুষের ভিড়ের চেয়ে বেশি ঘনীভূত ছিল।
