হার-জিৎ
হার-জিৎ
আকাশ পঞ্চমশ্রেণীর ছাত্র।পড়াশুনোই তেমন না।সেই হিসেবে তার দাদা বরং পড়াশুনোই একটি রত্ন।এ বছর সপ্তমশ্রেণীতে প্রথম হয়েছে।এ নিয়ে মা,বাবার কাছে আকাশকে বড্ড কথা শুনতে হয়।
আকাশের সদ্য কৈশোর মন বিদ্রোহ করে ওঠে।
একবার সে ঠিক করল।এবার থেকে সেও ভাল পড়াশুনো করবে।ঘন্টার পর ঘন্টা পড়া মুখস্ত করতে লাগল।কিন্তু মুখস্ত আর হয় না।
আকাশের মন বিষন্নতায় ভরে উঠল।আগের মত খেলাধুলোও করে না।কথা কম বলে।পড়ার আসন ছেড়ে ওঠে না।
ছেলের এমন অবস্থা দেখে মা,বাবার মন অল্প দিনেই ব্যাকুল হয়ে উঠল।নিজেদের ভুল বুঝতে পারলেন।আকাশকে পড়ার আসন থেকে উঠিয়ে আবার বাইরের জগতে ছেড়ে দিলেন।
এক বছর পর আকাশের মা,বাবা খুশির চোটে কেঁদেই ফেললেন।কারণ একই দিনে তাদের বাড়িতে দুটো ট্রফি ঢুকল।প্রথমটা বড় ছেলের জন্য।জেলার মেধা পরীক্ষায় প্রথম হয়েছে।আর দ্বিতীয়টা ছোটছেলে আকাশের জন্য।জেলার খেলাধুলোয় লংজ্যাম্পে প্রথম হওয়ার সুবাদে।
অতকিছুর মধ্যে খেদ এইটুকুই যে আকাশ এবছর অংকে ফেল করেছে।