Manab Mondal

Abstract Fantasy Inspirational

2.8  

Manab Mondal

Abstract Fantasy Inspirational

ছাগল বাঁশী

ছাগল বাঁশী

1 min
150


নদীয়ার শান্তিপুরের বাগআঁচড়া গ্রামের বহু প্রাচীন জাগ্রত বাগদেবী মন্দির। এ মন্দিরে সারা বছর শনি মঙ্গলবার সাধারণ পুজো হয়। তবে ফাল্গুন মাসে প্রত্যেক শনি মঙ্গলবারের পুজো সাথে সাথে, গোটা মাস জুড়ে চলে এক গ্রামীণ মেলা। এই মেলা কে কেন্দ্র করে , আশেপাশের বিভিন্ন গ্রাম ,জেলার শহর , বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসে এখানে পূজা দিতে। এই মেলায় , বিভিন্ন খাবার, বাচ্চাদের খেলনা , ঘর সাজানোর টুকিটাকি যাবতীয় বিক্রির জন্য অনেকই দোকান দেয়। বিগত বছর তিরিশেক এক বিশেষ ধরনের বাঁশি বিক্রির হয় এখানে। প্রতিবছর নিয়মিত বাগদেবী মেলায় পোড়ামাটির তৈরি বিশেষ ধরনের বাঁশি বিক্রি করে আসছেন।স্থানীয় নাম ছাগল বাঁশি। বাগদেবী মেলার ক্ষেত্রেই বিখ্যাত। ভক্তরাও বিশেষত বয়স্করা , পুজো দিতে এসে তাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যর জন্য এই উপহারটি কিনে নিয়ে যান।


Rate this content
Log in

Similar bengali story from Abstract