MANIK CHANDRA GOSWAMI

Classics

4.0  

MANIK CHANDRA GOSWAMI

Classics

বয়ঃসন্ধি

বয়ঃসন্ধি

3 mins
243


         


ফোনটা বেশ কয়েকবার বেজে উঠলো | একটু বিরক্ত হয়ে নিজের মনেই সাগর বলে উঠলো, 'স্কুল যাবার সময় কে যে এখন ফোন করছে, এমনিতে এ সময়টা একটু তাড়া থাকে | ফোন করার আর সময় পায় না নাকি' | কথা বলতে বলতেই মোবাইলটা হাতে নিয়েই দেখলো ঝিনুকের মিসড কল |


ঝিনুক এ পাড়ারই মেয়ে | সাগর আর ঝিনুক একই স্কুলে পড়ে, দু ক্লাস ওপর নীচে | একসাথেই স্কুলে যায়-আসে | একসাথেই খেলাধুলায় মেতে ওঠে | ঝড়ের দিনে একসাথেই দুজনে দৌড়ে চলে যায় আম কুড়োতে | ঝিনুক তার স্কুলের পড়া বুঝতে না পারলে ছুটে চলে আসে সাগরদের বাড়ি | সাগরও নিজের ক্ষমতা অনুযায়ী ঝিনুককে পড়া বুঝিয়ে দেয় | ঝিনুকের ধারণাই হয়ে গেছে যে সাগরদার মতো এতো সুন্দর করে পড়া বুঝিয়ে দিতে আর কেউই পারে না | আর সাগরও এমন ছাত্রী পেয়ে মাস্টারি করতেও একদমই ছাড়ে না | তাই, ঝিনুক কোনো কিছু সহজে বুঝতে না পারলে, মাস্টারি মেজাজে শাসন, এমনকি কানমলা দিতেও পিছ পা হয় না | ঝিনুক চিৎকার করে উঠলেই সাগরের মা এসে সাগরকে এমন বকাঝকা করেন যে সাগরকে তখন হাত জোড় করে ঝিনুকের কাছে ক্ষমাও চাইতে হয় আর তাই দেখে ঝিনুক হাততালি দিয়ে বলে ওঠে, 'বেশ হয়েছে| আমাকে মারার ফলটা পেয়ে গেছে' |


তবুও ঝিনুক বইপত্তর নিয়ে সাগরের বাড়ি আসবেই কেননা, সাগরদাই পড়া বুঝিয়ে দেবে | নিজের বাড়িতে পড়ায় মনই বসে না, মাথাতেও ঢোকে না | আবার ঝিনুক না আসলে সাগরের মন খারাপ | পড়াশোনায় মন দিতে পারে না | একজায়গায় হলে খুনসুটিও লেগে থাকে দুজনের মধ্যে | মাঝে মাঝেই মন কষাকষি, কথা বলা বন্ধ | কেউ কারো মুখ দেখবে না বলে ঘরে ফিরে এসেই ফোন | -'ঝিনুক কিছু মনে করিস না| আমি একটু বেশিই রেগে গেছিলাম তোর ওপর | অবশ্য আমারই বা কি দোষ বল | তুই রাস্তায় একটা ছাগল দেখিয়ে তার সাথে আমার তুলনা করলি বলেই না আমি রেগে গেলাম | আর তোকেই বা দোষ দিই কি করে বল | আমিও তো তোকে বোকারাম বলে সম্বোধন করেছিলাম তুই আজ অঙ্ক পরীক্ষায় একটা অঙ্ক ভুল করেছিলি বলে | আর দেখ, ওই অঙ্কটাই আমি তোকে কতবার করে শিখিয়ে দিয়েছিলাম | তবুও তুই ভুল করলি | আমার তো রাগ হবারই কথা, তাই নয় কি, তুইই বল | তবুও আমার মনে হচ্ছে আমার উচিত হয়নি তোকে বাজে কথা বলা | কিছু মনে করিস না | সন্ধ্যেবেলায় আসবি রে, একসাথে পড়তে বসবো' |


ঝিনুকের মিসড কল দেখে সাগরই ফোন করল | -- ' কি রে , ফোন করলি কেন ? এখন স্কুলে যাবার সময়, তাড়াহুড়ো তো আছেই | ফোনে যা বলতে চেয়েছিস স্কুলে যাবার সময়ই না হয় বলবি' | -- 'আমি আজ স্কুলে যাবো না সাগরদা'| --'কেন রে, কি হলো, শরীর খারাপ নাকি' ? -- 'হ্যাঁ, শুধু আজকে নয়, মা আমাকে তিনদিন স্কুলে যেতে দেবে না বলেছে | পেটের নিচের দিকটায় খুব ব্যথা ব্যথা করছে | তোমাদের বাড়িতেও আমাকে আর যেতে দেবে না বলছে | মা বলছে, আমি নাকি বড় হয়ে গেছি সাগরদা' |


Rate this content
Log in

Similar bengali story from Classics