Rinki Banik Mondal

Classics

3  

Rinki Banik Mondal

Classics

বিসর্জন

বিসর্জন

1 min
727


"বল দুগগা মাঈকী.... জয়....আসছে বছর আবার হবে"

আকাশে বাতাসে আজ বিসাদের সুর। সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। ঢাকের আওয়াজ চারিদিকে। সবাই বুকভরা কষ্ট নিয়েও আনন্দ করছে। কিন্তু পুরাতনবাজার রাজবাড়ির ছোট বৌ এর আজ এই উৎসবে সামিল হতে ইচ্ছে করছে না। পরনে লাল পার জামদানি, মাথায় জুঁইফুলের মালা দিয়ে বাঁধা খোঁপা, চোখে টানা কাজল তার। কিন্তু এগুলো যে শুধুই দেখনদারি, শ্বশুরবাড়ির লোকের মন জয় করার জন্য। কিন্তু এই শ্বশুরবাড়ির লোকের মন জয় করতে গিয়ে তো তার কোলে আসা কন্যা ভ্রুণটাকে বিসর্জন দিয়ে আসতে হয়েছে। সবাই মৃন্ময়ী মা'কেই পুজো করতে চায়।কিন্তু কন্যা সন্তান কেউ চায় না। তাই এই রাজবাড়ির ছোট বৌ আজ দেবী মায়ের কাছে একটাই প্রার্থনা করছে এই অপরাধের বিচার করতে। আর এই অপরাধে তো ছোট বৌ'ও প্রত্যক্ষভাবে জড়িত ছিল। কারণ ও তো মা হয়ে নিজের সন্তানকে রক্ষা করতে পারেনি। তাই দেবী মা'কে যেই নদীর জলে বিসর্জন দেওয়া হয়েছে, ঠিক তখনই ছোট বৌ নিজে নদীর জলে ঝাঁপ দিয়ে নিজের জীবনও বিসর্জন দিল।


Rate this content
Log in

Similar bengali story from Classics